দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর বা অন্য ভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। উমা এবার বাপের বাড়ি আসছেন দোলা বা পালকিতে। শাস্ত্রে বলছে, ‘দোলায়াং মকরং ভবেৎ’, দোলায় আসা মকরতুল্য বা মহামারির ইঙ্গিত। যার ফল শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ, দুর্যোগের সম্ভাবনা থাকে।
তবে মা তো সর্বদুঃখনাশিনী। তাই কৈলাসে ফিরছেন গজে চেপে। গজ বা হাতি হল দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। শাস্ত্র বলছে, 'গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা '। ফলে শস্যপূর্ণ ধরিত্রীপ্রাপ্তির সম্ভাবনা, যার ফল শুভ।
Wir setzen Cookies ein, um den Website-Traffic zu analysieren und dein Nutzererlebnis für diese Website zu optimieren. Wenn du Cookies akzeptierst, werden deine Daten mit denen anderer Nutzer zusammengeführt.